মনের গহীনে ভাবনাগুলির
যদি শব্দে প্রকাশ চাও....
সময়-ব্যয়ে লাভ না ক্ষতি
হিসেব ভুলে যাও।
প্রসব শেষে মধুর হাসির
বলতে পার,দাম কত?
সৃষ্টি যেথা জীবন-মোক্ষ,
আত্মতৃপ্তির দাম যত।
অমোঘ সৃষ্টির অসীম আলো
ছড়িয়ে দেবে পাঠক কুল.
এ আশা হোক তব অনুপ্রেরণা,
হতাশ হলেই করবে ভুল।
মূল্য বিহীন মূল্যায়নে
যদি পাও কখনও সম্মান ....
যতন করে রেখ তারে
ভুলে গিয়ে অতীতের সব অভিমান।
06.11.2019