তোমার হাতেই উন্মোচিত
বিপ্লবের অবগুন্ঠন।
সাম্যবাদের স্থপতি তুমি
কবিতায় তার-ই অনুরণন।
বাংলার বুকে বাঙালির মুখে
দিয়েছিলে তুমি লড়াইয়ের ভাষা
সাম্যস্তোত্র কিম্বা ধ্যানের সাধনায়
পেয়েছিল মানুষ মুক্তির আশা।।
সাফল্যের কথা ইতিহাস লেখে
দুঃখের কথা থেকে যায় ব্রাত্য ।
দুখু মিয়া তোমার দুঃখ-অভিমানের কথা
তোমারই কবিতায় প্রকাশিত সত্য।
বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলে তুমি
তুমিই বাংলা কবিতায় বিপ্লবের পিতা
তোমার গানে জেগে উঠেছিল মানুষ
সাজিয়েছিল ব্রিটিশ শাসনের চিতা।
তোমারই শেখানো ধর্মনিরপেক্ষতার মন্ত্রে
আশাহীন মানুষ খুঁজে পেত আশা।
তুমিই বুঝিয়েছিলে,মানবতা হল উত্তম ধর্ম
আর স্বাধীনতা রক্ষায় প্রতিবাদই সর্বশ্রেষ্ঠ ভাষা।