চলন্ত গাড়ির অবাধ্য হাওয়ায়,অবিন্যস্ত
রেশমি চুলগুলি বারবার উড়ে এসে
আমার মুখ ,ঠোঁট, চিবুক …
আমার হৃদয় স্পর্শ করছিল …।
একটুও অস্বস্তি হয় নি আমার …
চুম্বন করেছিলাম… মনে মনে,গোপনে …।
মিনি বাসের সিটে পাশাপাশি দুজন।
তুমি আর আমি …
গাড়ির দুলুনিতে তোমার শরীরের স্পর্শ
আমার দেহ-মন জুড়ে …
না না, বিরক্ত হই নি একটুও …
ভাল লাগার উষ্ণীষ ছিল যে ।
হয়ত গোপন প্রত্যাশায় কতবার যে তুমি
দৃষ্টি-আলিঙ্গন আবদ্ধ করলে আমায় …
পলক ফেলি নি আমি একবারও …।
পলক ফেলি নি বলে, তুমি
আমায় কামাতুর ভাব নি তো ? আসলে
নিঃসঙ্গতাকে বোতলবন্দী করতে চেয়েছিলাম …।
কিন্তু বুকের ভিতর তখন যে অন্য আগুন …
হৃদয়ের উৎস হতে উৎসারিত শব্দ গুলি
ভাষা হতে চাইছিল বুঝি …।
অশরীরী আমিত্বের সাথে লড়াই
করতে করতে … আমার হৃদয় ও
কি চাইছিল যে তুমিও
আমায় আপন করে নিও ।
গন্তব্য স্থলে পৌঁছলে তুমি নেমে যাবে জানতাম ।
যাবার আগে শেষবারের মতো , তোমার
দৃষ্টি- চুম্বন, জীবনের মুগ্ধতার
স্বপ্নের বীজ বপণ করে গেল বুঝি…।
এই প্রথম নিজেকে প্রেমের যোগ্য মনে হল ।যা!
ভুলেই গেলাম তোমায় অভিবাদন জানাতে…।
কেন জানি না মনে হল, অস্তগামী সূর্যের
রক্তিম আলোর রেখা ধরে তুমি চলে যাচ্ছ,
অনেক দূরের পৃথিবীতে …।
ভাষাহীন নির্বাক চোখে তাকিয়ে ছিলাম
তোমার শেষ পদচিহ্ন দিকে …বহু ক্ষন।
দীর্ঘশ্বাসেও দেখি মুগ্ধতা র রেশ… তখনও ।