"আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা...."
এ গান গাইলেও কেউ হাত ধরবে না যে আজ...
বলবে,'সরকারি নির্দেশ আছে গো...সভ্যতা বাঁচাতে হবে'।
কিন্ত্ত 'হাত বাড়িয়ে ছুঁতে না পারলেও মন বাড়িয়ে তো ছুঁতে পার'....।
যেমন মন বাড়িয়ে ছুঁয়ে আছে... চিকিৎসায় নিয়োজিত সৈনিক ...
তুমিও মন বাড়িয়ে ছুঁইয়ো বন্ধু.. "আমি যে পথ চিনি না.."।