সাধ আছে সাধ্য নাই, ঘোড়া আছে লাগাম নাই...
শুধু আলগা ফুটানি ভাই , সঞ্চয় কিছুই নাই ।
স্ট্যাটাস মেন্টেনেন্স নিয়ে সদা অস্থির চিত্ত...
ঋন শোধ হোক বা না হোক,বিদেশ ভ্রমন নিত্য।
পরচর্চায় এন্টারটেইনমেন্ট, পরশ্রীকাতরতায় নমস্য,
কখন যে কি সিদ্ধান্ত নেয় তেনারা ,সেটাই রহস্য....
.হ্যাঁ, এনারাই এদেশের মধ্যবিত্ত।।