উত্তরে হাওয়া রিক্ত হল বুঝি,
এবার তো দখিনা বাতাসের টান।
মৃদুমন্দ বাতাসের শ্বাসে শুনব,
কোকিলের মিষ্টি সুরের গান।

আম্রমুকুল গাছের শাখে ,
গন্ধে মাতোয়ারা  দশদিক।
কচিপাতা যত মেলে আছে আঁখি,
পুষ্পে সুশোভিত  চারিদিক।

নম্র হয়েছে ভোরের কুয়াশা,
শিশির-সিক্ত সকাল নিরুদ্দেশ।
দিবসের দায়   এখন দীর্ঘতর,
বুঝি, বসন্তের আগমন ...শীতের শেষ ।

গোধূলির রঙে দিগন্ত সেজেছে ,
পুলকিত যৌবন আনন্দে আত্মহারা।
রক্তরাগের নেশায়  ফোটে
শিমুল,পলাশ, কৃষ্ণচূড়া ।
        
শুকনো পাতার মর্মর ধ্বনি
মলয় সমীরে  বাজে রে ।  
চঞ্চল মৌমাছির গুঞ্জন তানে,
মধুর বসন্ত এল রে ।।