নিম্নগামী পারদ রাগী,
দোসর উত্তরে হাওয়া।
ধমক খেয়ে ধরল কাঁপন,
র‍্যাপার খোঁজো ভায়া ।।

জিদ্দি কুয়াশা নাছোড়বান্দা ,
রবির  সাথে  দুষ্টুমি ।
জাগবে রবি, হটবে সব –ই,
প্রতীক্ষায় প্রহর গুনি ।।

শীতের রবি বড়ই আপন,
জড়িয়ে থাকি সারাক্ষণ ।  
সারা বছর-ই তো আড়াল খুঁজি ,
তবু করেনি- কো অভিমান ।।  


আমন  কাটা সাঙ্গ হলে,
ভাবি, এবার আয়েস করি।
সর্ষে ক্ষেত হাতছানি দেয়,
মাঙ্কি টুপিতেই বরণ করি ।।

ভোরের বেলা কড়া  নাড়ে,
শিশিরে  ভেজা রসের হাঁড়ি ।
কাঁপা হাতে- ও সুখের পরশ,
পিঠেপুলিতে  ডিনার সারি।।

ঠাণ্ডার মজা লও  সবে ,
কোরো নাকো  শঙ্কা ।
কদিন - ই আর  থাকবে শীত ,
এরপরে তো লবডঙ্কা ।
-----------------------