মন্ত্রীমশাই, সান্ত্রীমশাই সবাই আজ তটস্থ
রাজা চান , রাজার স্তুতি-বৃদ্ধির হোক বন্দোবস্ত ।
মিডিয়ারে ডেকে বলে, ‘বিজ্ঞাপন পাবা নিত্য...
শর্ত একটাই , নিরবচ্ছিন্ন স্তুতি আর প্রশ্নহীন আনুগত্য’ ।
মনে রেখ , শাসকের প্রশংসা যেন শুধু প্রচার পাক
আর স্তাবকেরা !,গেলে কোথা?তোমরাও পেটাও ঢাক ।
গণ তন্ত্রে বহু স্বর ম্যানিফেস্টোতে ছিল প্রচার
তা বলে কি ভুললে চলে ... রাজনৈতিক স্বৈরাচার!
কিন্তু একঘেয়ে বন্দনা, নিঃশেষ করে সৃষ্টিশীলতার সম্ভাবনা..
স্রষ্টারে পরাও বেড়ি ক্ষতি নাই , সৃষ্টিরে নয়,বাড়বে বিড়ম্বনা।
স্তাবক পরিবৃত হয়ে থাকা ছাড় এবার রাজা,খোঁজ কোন বিদূষক
ছদ্ম -নিন্দা করবে হয়ত...তবে ভুললে চলে না-- সে যে সমালোচক।
আত্মসমীক্ষা, ভিন্নমত গ্রহন আর কর ভুলের সংশোধন ...
প্রমাণ কর,এটা রাজতন্ত্র নয়--এ যে গণতন্ত্র, ওতেই হবে অসাধ্য সাধন।
26.6.2020