কবিতা সাজানো বাগান নয়,
কবিতা অরণ্যের বিন্যাস।
আগামী র পথের দিশা,
সমকালীন চেতনার নির্যাস।
কবিতা উপলব্ধিজাত এক শিল্পভাবনা,
কল্পনা ও বাস্তববোধের উন্মোচন ।
কবিতা জীবনবোধের অনুপ্রেরক,
হৃদয়ে মনুষ্যত্বের জাগরণ।
কবিতা হোক স্বতঃস্ফূর্ত,
সকল শৃঙ্খল মুক্ত ।
শব্দ ভারসাম্য থাকুক অটুট,
হোক না ছন্দমুক্ত কিম্বা যুক্ত।
দুর্বোধ্যতা নয়, কাব্য বর্জিতও নয়,
হোক সুবোধ্য অনুভূতির প্রজনন।
কবিতা আনন্দ ও সত্যকে মেলানোর শিল্প,
কবিতা হোক কালোত্তীর্ণ শ্রেষ্ঠ সৃজন।
৩০.৬.২০২১