এক ফালি আকাশের নিচে উৎকণ্ঠাহীন ছোট শান্তির নীড় ...
নিস্পাপ রবিকিরণ অকৃত্রিম ভালবাসা দিয়ে জড়িয়ে থাকে সারাদিন ...,
চিরনৈতিকতার হাত ধরে এমন নির্বিবাদী জীবনই হতে পারত তোমার ...।
রাজকীয় লাম্পট্য নয়,নম্রতা তোমার সমস্ত হৃদয় জুড়ে ... আর সমন্বয়সাধনের অসীম ক্ষমতা অটুট তোমার অস্থিমজ্জায়...ন্যায়ের প্রতিমূর্তিও তুমি ...।
আমি জানি ধর্মরাজ ,পৃথিবীর মানচিত্র থেকে ছিঁড়ে নেওয়া
পাঁচটি মাত্র গ্রামের দাবীও ছিল তোমার সে সমন্বয়সাধনের প্রতীক।
কিন্তু,জীবনের কণ্টক ডাল নুইয়ে এসে তোমায়
পিপাসার্ত করে তুলেছিল... অধিকার রক্ষার শপথে ...।
লাগামহীন সমন্বয়ের প্রচেষ্টা নাকি মিথ্যে পুরুষাকারের জাগরণ ,
কেন যে নৈতিকতার নগ্নরুপ অন্তর্বাস ফুঁড়ে বেরিয়ে এসেছিল ,কে জানে... ।
পাশাক্রীড়ার নির্মম মঞ্চে , ভালবাসার নিবিড় সম্পর্ককেই
তুমি সম্পত্তি রূপে বাজি ধরে বসেছিলে...
সম্পদ আর সম্পত্তির মধ্যে তফাতটা কি তুমি জানতে না ?
ধর্মযুদ্ধের নামে বলি দিতে চেয়েছিলে মানবসত্তাকে...
কিন্তু ধর্মরাজ কেন...?