‘দিনের বিশ্রুত আলো’
ঝাপসা হয়ে এলে ....
খুঁজে খুঁজে দুহাতে
জ্যোৎস্না কুঁড়িয়ে নিয়ে
সবাইকে বিলিয়ে
দেবে তো?
প্রতিকূলতাকে জয় করে ...
মেরুকরণকে উড়িয়ে দিয়ে ...
ওরা – আমরা’ র ফারাক ঘুচিয়ে ...
সামাজিক উত্তরণের পথকে
সফলভাবে মসৃণ করে
দেবে তো?
নিজেদের মধ্যে আত্মত্যাগী
চেতনার বিকাশ ঘটিয়ে ...
‘ জীব প্রেমেই শান্তি ‘র
বাণী ছড়িয়ে দিয়ে ...
একাত্মতার শিক্ষা
দেবে তো?
আমি নিশ্চিত, কোন একদিন
খুঁজে পাব তোমারে ...
প্রতীক্ষার প্রতি পাঁচ বছর পেরিয়ে
নতুন কোন উজ্জ্বল প্রভাতে ... ।
@ প্রবীর দে,২.৫.২০২১