পাড়ার নাইট গার্ডের বাঁশির শব্দে যেন সম্বিত ফিরে এল..
না! এ যে বেশ রাত ...কিন্তু লেখা তো এখনো শেষ হয় নি...।
শেষ হবেই বা কি করে... তাঁর কর্ম কান্ডের ইতিহাস ঘাঁটা
তো আর টি-টুয়েন্টি ম্যাচ নয়, পুরোমাত্রার টেষ্ট সিরিজ....।
কার কথা বলছি বুঝতে পারো নি হয়ত এখনো..,তাই তো?.
আরও একটু ভাবো,, ......
কুসংস্কারে আবদ্ধ ভারতীয় সমাজে চিরশোষিত নারীর
শৃঙ্খল মোচন করেছিলেন যিনি তাঁর কথা বলছি ,,,
হ্যা ঠিকই ধরেছো....
বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ রোধ তাঁর ই অবদান..
বাংলায় নারী শিক্ষার সূচনা তো তাঁরই হাত ধরে..।
ভেবে দেখো একবার,
উনি না এলে তোমাদের জীবনের গতিপথ কী হত জানো...?
অনাকাঙ্খিত জন্ম ...-অবহেলিত স্বল্প শৈশব, তারপর...
কোন এক পুরুষের কাছে আশ্রয়ের বিনিময়ে হেঁসেল থেকে বিছানা
পর্যন্ত যাবতীয় কাজের বেতনহীন নির্বাক ঝুটা শ্রমিক !
এই যে আজ তোমরা প্রায় সকলেই শিক্ষার আলোকে দীপ্ত ...
জেনে রাখ .এও যে তাঁরই দান।
আমি নিশ্চিত নাম না বললেও তোমরা বুঝেছ ,তিনি কে...
জন্মের দুশো বছর পরেও যিনি বিস্মৃত হন নি বাঙালির মন থেকে..
আমরা তাঁকে এখনো মনে রেখেছি শুধু সরস্বতীর বরপুত্র বলে নয়
দায়বদ্ধ শিক্ষক ,যোগ্য প্রশাসক ,অবিসংবাদী সমাজ সংস্কারক বলে নয়,
.... তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরন করব তাঁর মানবিক মূল্যবোধের নিরীখে..
তাই তো তিনি দয়ার সাগর,... তিনি হলেন বিদ্যার সাগর।।