শরীর না মন কে আগে বশ মানে?
জ্ঞান না বুদ্ধি কে বেশী আগে ?
ভালোবাসা না ক্ষমতা কোনটি বেশী মহার্ঘ?
ন্যায়-নীতি পালন না আত্ম স্বার্থরক্ষা কে আগে?
প্রশ্নগুলো শুনে কি উত্তর দেব ভাবি....শুধু ভাবি...
ধ্যুর! এর উত্তর আমি কি করে দেব রে ভাই!
আমি তো জেগেই উঠি প্রতি পাঁচ বছর পরে...
যেখানে কুম্ভকর্ণর ঘুম ভাঙতো প্রতি ছয়মাস অন্তর।
প্রতিটি ভোট যায় আর আমি ঘুমিয়ে পড়ি !!!
উত্তর দিতে পারছি না .......খারাপ লাগে....
তবে আমার মনে আরও অন্য অনেক প্রশ্ন ঘোরে গো ....
কে আগে ? ----
যুক্তি না বিশ্বাস
ভাগ্য না প্রচেষ্টা...
ধর্ম না বিজ্ঞান...
ক্ষমতা না সংসদীয় সার্বভৌমত্ব ...
জীবসেবা না প্রচার...
নেতা না জনগণ.....
দল না ব্যক্তি....
প্রতিশ্রুতি রক্ষা না আখের গোছানো. .. ।
দাঁড়াও দাঁড়াও, এসব প্রশ্নের উত্তর হয়ত
অবশ্যই একদিন না একদিন দিতে পারব ,.....
হ্যাঁ ,যেদিন বুঝতে সমর্থ হব--
"ডিম আগে না মুরগি আগে " !!