যা দৃশ্যমান নয় সেখানেই হয়ত লঙ্ঘন ....
হয়ত সেখানেও অপরাধ মিশ্রিত এ্যাডভেঞ্চার....
ব্যস্ ,শুরু হল অন্তরের পচন ...
শুরু হল দুর্গন্ধে সুরভিত প্রাণমন্ডলের অস্বাভাবিকত্ব..
আর উপায় নেই... এবার খোঁজ,ভালো কোন মুখোশ ...
কৃত্রিম দর্শন আর যত পারো ফাঁকা বুলি আয়ত্ত কর...।
তবে জেনে রেখ...
তোমাদের অন্তর কিন্তু ক্ষয়ে যাচ্ছে মোমবাতির মত...
মুখোশ যতই থাক , ভেতরে ভেতরে তোমরা
বিমর্ষ,অসুখী, মানবসত্তাহীন এক হতভাগ্য জীব!
হায়! তোমাদের হাতেই ভবিষ্যৎ গড়তে দিই ....
তোমাদেরই মাথায় পড়াই অভ্যুদয়ের মুকুট...।
তোমার ধমনী শিরায় শুধু সুবিধাবাদের পাপ...
আমি জানি আজও কেন পরখ করলাম না---
ভয়হীন নিরাপদ কোন রাত্রির নিরবতা
আমি জানি ,কেন আজও দেখা হল না
-- 'সিঁথির সিঁদুরের মত সূর্যোদয়'..
বিশ্বাসযোগ্য অভিভাবকের আজ যে খুব অভাব...!
10.1.2021