তোর হৃদয় –বাঁশি থেমে গেছে
আপন সুখের ঘুমের ঘোরে।
চললি বুঝি সাগর পেরিয়ে
নীল আকাশের শান্তি নীড়ে।
ভালবাসার আবির খেলায়
রাঙিয়ে ছিলি সবারে ...।
সে আবিরের যত অনু-পরমানু,
যতনে রাখি চির অন্তরে ।
শিশু সম তব কোমল হৃদয়,
মানবতাময় পবিত্র দুই আঁখি ।
অনল শিখায় মুছে গেছে সব-ই,
স্মৃতি টুকু নিয়ে-ই মোরা থাকি।