আমার সকল সাথী যত ,
যদি হত তাঁরা আয়নার মত...
নিজেকে হয়ত শুধরে নিতে পারতাম।
আয়না তো কখনো মিথ্যে বলে না ...
সাজানো হাসির অন্তরালে, লুকোনো অশ্রুভরা
আঁখির প্রতিচ্ছবি-ও যে প্রতিভাত।
বুকের মাঝে লুকোনো অভিমান যত,
যদি হত ধোঁয়ার মত ...
নিজেকে হয়ত গুছিয়ে নিতে পারতাম...
সম্পর্কের ইতিহাসটাই হয়ত বদলে যেত।
ধোঁয়াকে তো আড়াল করা যায় না ...ধোঁয়ার
পথ ধরে... আগুনকে হয়ত নেভানো যেত ।
আমার সকল হতাশা যত ,
যদি হত কর্পূরের মত ...
প্রতিটি সফলতার খুশীর রেশ
হয়ত বয়ে বেড়াতে পারতাম...।
কর্পূর নিজেই তো তার ইতিহাসকে মুছে দেয় ...
হতাশার ইতিহাস, যাক না হারিয়ে ...।।