সারাদিন যত কাটা-ছেঁড়া... স্বপ্নের সাথেই...
যখন আবার নতুন কিছু মনে পড়ে যায় ..
বলি,"একটা বিষয় একটু এ্যড করে নেবে?"
না নেই কখনও ওর.. ,খুব উদার স্বভাবের তো।
মাঝে মাঝে ওর নীল ডানায় চড়ে...
উ -উ -ড়ে যাই দূরে. বহু দূ-উ-রে ...
স্বপ্ন যে আমার আপন...আমার ই অধীন ।
আর ওদিকে দেখো, বাস্তবটা- বজ্র কঠিন,
বড় একগুঁয়ে স্বভাবের , আবেগহীন।
যা ও ভেবে রেখেছে একদম ঠিক তা-ই করবে...
অতৃপ্ত রাখাতেই যেন ওর যত তৃপ্তি...ভাবি মাঝে
মাঝে ...বাস্তব,তুমিও যদি আমার অধীন হতে...।।