মান যায় যাক
পরান থাক
আর থাক ধন-প্লাবন।
রীতি-নীতি যাক
গদিটুকু থাক
মরুক গে জনগণ।
মোরা স্বাধীন জানি
গণতন্ত্র মানি
তবু বড়ই ক্লিষ্ট ।
রক্তচক্ষু র শাসন
ধর্মের নামে শোষণ
দুয়েতেই মোরা পিষ্ট ।
ঋণে ডোবা চাষা
ধূসর আশা
তবু ভোট দানে ভরে চিত্ত ।
চারিদিকে কর্ম নাশ
শ্রমিকের নাভিশ্বাস
শুকায়ে যায় পিত্ত ।
শিক্ষা এখন সবার
বাড়ছে বেকার
প্রচার টাই মুখ্য।
শিল্পের আহ্বানে ফেরি
শূন্য হাতে ফিরি
কাটবে যে কবে দুঃখ ?