বিক্ষুব্ধ পৃথিবীতে বুদ্ধিভ্রষ্ট মাহুতের নির্দেশ
মেনেও চলতে হয় …
এ কি বিক্ষুব্ধ জীবনের বিভ্রান্তি ,
না কি সভ্যতার বিকার !
বড্ড একা লাগে আজকাল …
সভ্যতার জঙ্গলে মানবতার আলোগুলো
সব বুঝি …
এসে ফিরে যেতে যায় …
কিন্তু,
ভালোবাসা,আকাঙ্খা, দুঃখ ,
অভিমান ,ক্রোধ ,প্রতিবাদ
সব প্রতিক্রিয়া যে আত্মায় মথিত …
নিজের চেতনা থেকে
সরে যেতে তো আর পারি নে …
তাই বন্ধু ,
লড়াইয়ে নামতেই হবে …
স্থিতধী হতেই হবে…
পথের দিশা পেতেই হবে …
জীবনের সাথে ,সভ্যতার সাথে
যোগসুত্র স্থাপন করতেই হবে …।
১৫/৫/২০২১