শ্বাসের ওঠা পড়াই
কী শুধু জীবন...
জীবন মানে
মূহুর্তগুলির কোলাজ...
মেনে নেওয়ার দুঃখকে জিইয়ে
রেখে প্রতিবাদ করতে শেখা...।
জীবন মানে
সুখস্মৃতিগুলির রোমন্থন...
অপ্রাপ্তির দুঃখ ভুলে
সুখে আছি ভাবতে শেখা।
জীবন মানে
ভালোলাগা খুঁজে নেবার অধিকার...
ভালোবাসা প্রকাশের অবকাশ না পেয়েও
ভালোবাসাকেই আঁকড়ে ধরে বাঁচতে শেখা।
জীবন মানে
সমস্যা থেকে মুক্তির অদম্য জেদ...
নিজেকে নিঙড়ে নিয়েও
পুনর্নির্মাণের বাসনায় লড়তে শেখা।
জীবন মানে
আত্মবিশ্বাস ...
সে বিশ্বাসে আস্থা রেখেই
মানুষ রূপে বাঁচতে শেখা।।
জীবন মানে
স্বপ্ন দেখা.....
স্বপ্নপূরন একদিন হবেই--
সে আশায় বুক বাঁধা।।
২৬.২ .২০২১