ইজ্জত কি শুধু ছোঁয়ায় যায়?
ইজ্জত যায় ভয়ে....প্রতি দিন,
বাবার ভীত দৃষ্টিতে,
মায়ের দরজা বন্ধ করে রাখায় ...
ইজ্জত কি শুধু ছোঁয়ায় যায়?
ইজ্জত যায় প্রতিবাদহীনতায়....
রোবট বিচারকের হতাশায়
চোখে ফেট্টিবাঁধা প্রতিবেশীর. নীরবতায়....
ইজ্জত কি শুধু ছোঁয়ায় যায়?
ইজ্জত যায় সংকল্প হীনতায়...
সমানাধিকারের দাবীর অনীহায়...
নিজেকে প্রকাশের প্রচেষ্টার অবহেলায়....
আচ্ছা,
সম্মানরক্ষার দায় কি শুধু মেয়েদের ই...
লজ্জার বোঝাও কি তাঁকেই বয়ে নিয়ে বেড়াতে হবে....
কিসের ইজ্জত ,কিসের লজ্জা....
হিংস্রতাই লজ্জা ,লজ্জা শুধু হোক অপরাধীর...
হিংস্রতা যে সইলো ,তাঁর কেন লজ্জা ?
আর একটা কথা বলি...
ইজ্জতহানির ভয় আর কতকাল....
মুঠোখানা এবার শক্ত কর...
প্রতিবাদ শুধু নয়,প্রতিরোধ গড়ে তোল....
লাঞ্ছনা প্রমাণের দায়গ্ৰহন আর নয়...
গ্ৰহন কর সমাজ পরিবর্তনের .দায়.....।
1.8.2021