প্রবীর দে
মনের কথা লেখ...
সেটাও হয়ত সাহিত্য।
লাইক-কমেন্ট যেই শুরু হল
ব্যস্! শুরু হল আমিত্ব ।
লেখার চেয়ে প্রচার ভারী
মোমেন্টো হরেক রকমবা ।
কূটকাচালীতে পারদর্শীতা
লেখার মান-এ অষ্টরম্ভা।
অনুকরণের অনুরণনে
দেখাও 'ঘরানার' কেরামত ।
কপি পেষ্ট তো কর নি ভাই
তবু বলে কেন লোকে চালিয়াত ?
কে বড়? আমি না তুমি...
মনের মধ্যে জ্বলে আগুন।
ভুলে যেও না ,সততা আর উদারতা...,
বড় হতে গেলে চাই যে এই দুই গুন।
আকাঙ্খার শিখা জ্বলুক ,ক্ষতি নেই
পরশ্রীকাতরতার হোক নিধন।
আসলে মোহগ্ৰস্ত হয়ে হয় না সাধন
হৃদয়ের যত ময়লা এখনি কর শোধন ।।