নেকড়ে গুলো
হিংস্র চোখে চায়,
কপাল ঠুকি।
        ২
মাফিয়া রাজ
শিরদাঁড়াটা বাঁধা
জাগি কি করে?
      ৩
কামুক হাত
বিষের মতো রাত,
স্বপ্ন-শেষ..।
      ৪
আপোষ নয়,
রুখে দাঁড়াই চল
হতাশা ছেড়ে।।