শতাব্দীর হাহাকার বুঝি প্রসারিত হতে চায়....
হাতের মুঠোয় মৃত্যু, চোখে বাঁচার স্বপ্ন...
অজানা শত্রু কেড়ে নিতে চায় আলোর বাটি...।
হাতিয়ার নেই, প্রস্তুতি নেই,ব্রহ্মাস্ত্র অজ্ঞাত বাসে....
তবে লড়াই বেঁচে আছে .. কারন এই প্রথম এল যে সমতার দিন...
পথ একটাই...দীর্ঘ রাত্রির সক্রোধ বুকে নিয়ে, চল গৃহ বন্দী হই...
আধপেটা থেকেও স্বজন হারানোর দুঃখ না পেতে, গৃহ বন্দী হই..
মহামারীর ভ্রূকূটিতে বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায়, গৃহ বন্দী হই..।
@সংরক্ষিত
২৬.৩.২০২০