নতুন কবিতা লিখবে তুমি … অধীর অপেক্ষার রাত্রি শেষ ।
গাঢ় কুয়াশা দুহাতে সরাই ...পরিবর্তনের আলোয় খুঁজে বেড়াই বিশুদ্ধ প্রভাত ...।
নতুন গানের পিলুট বাজে বুঝি ঐ ...স্বপ্ন সার্থকতার কাউন্ট ডাউন কি শুরু তবে ?
কিন্তু , এ কোন্ গান শুনি আমি ! এ গান তো সংহতির গান নয় ...
এ যে হিংস্র উন্মত্ততায় মূর্তি ভাঙার গান ...ইতিহাস মুছে ফেলার গান ...।
স্বপ্ন সার্থকতা হারানোর এ কোন্ অভিশাপ দিলে তুমি দুর্বাসা !
তবে কি পরিবর্তন শুধু পেয়ালার ...কিন্তু আমি যে স্বাদের পরিবর্তন চেয়েছিলাম ..।
ঘৃণার গরল ঢেলে বিনাশের উন্মত্ততা তো সৃষ্টির আলোক দিশারী নয় ...
সে তো অহংকারের বিমূর্ততা ... সে যে বিষাক্ত সূর্যকিরণ ।
তুমি কেন আমায় জাগাতে গেলে বল তো ?
না, না, তার চেয়ে আমি বরং বসে বসে ভাবি ,--
‘ জাগি নি আমি ...ঘুমিয়ে আছি, নিঃস্ব স্বপনে ...’।