,রক্ত আগুনে মেতে উঠেছে শিমুল ,পলাশ...
আম্র মুকুলের মিষ্টি ঘ্রাণে  মাতোয়ারা  চারিদিক,
এখন ফুলেদের ব্যস্ততার সীমা নেই...
ফুল ফোঁটার এসেছে সময়...
কোকিলের আগমন বার্তা দেয়  সময় পরিবর্তনের ..
বুঝি ফাগুন এলো...।


শুকনো পাতার মর মর ধ্বনি ,প্রান্তর জুড়ে...
আমার পরে দায়ভার  কে নেবে '...
গাছে গাছে শিশু সবুজ পাতারা  হামাগুড়ি দেয়..
শুকনো পাতারা  এখন আর  বিষণ্ণ নয়....
উত্তরসূরী তো প্রস্তুত ...
বুঝি ফাগুন এলো...।

শীতের আড়ষ্টতা ভেঙে
মত্ত  সবে আজ নতুন জীবনের খোঁজে...
দখিনা বাতাস  আহ্বান করে  রঙিন জীবনের
যে জীবন  খোঁজে তারুণ্যের,
যে জীবন চায় শুধু ভালোবাসতে...
বুঝি ফাগুন এলো...।