ঐ যে যারা  দেয়াল লেখে
মিছিলে দেয় হাঁক ।
ওরা কেন হবে দলের মুখ ?
এই কে আছিস্,অভিনেতাদের ডাক।

ঐ যে যারা সর্বহারা
ফি-ভোটে ,আশায় বুক বাঁধে।
ভোটের শেষে মলিন বেশে
কাঁকর মেশানো চালেই ভাত রাঁধে।

ঐ যে যারা নেতার   কথায়
প্রতিদিন মানবতাকে করে হত্যা।
বেলাশেষে ..  করে আফশোষ
কেন যে বিকিয়েছিলাম আপন সত্তা।

ঐ যে  যারা   তোতাপাখি
শেখানো ধর্মের বুলি আওরায়।
ধর্মের পুরো বইটি পড়া হবে যেদিন...বুঝবে,
মানবতার ধর্মই  শান্তির পতাকা ওড়ায়।

ঐ যে যত আমলা শুধু নেতার বায়না সামলা...
নিজের পদের নয়,নেতার কাছের বলে করে বড়াই
একবার শিরদাঁড়া টা  শক্ত করে ভাব না
আমরাই  সংবিধানের ধ্বজাধারী ,তবে কেন  ডরাই।

ঐ যে  দেখ  জল মাপা সব  বুদ্ধিজীবী
ওঁৎ পেতে আছে, কখন খাবে ফল ।
ওরা দেখাবে নতুন পথের দিশা?
যত্ত সব সুবিধাবাদীর  দল !

দলের ক্যাডাররা সব দ্বাদশ প্লেয়ার
আমজনতারা এক্সট্রা।
নেতারাই  সব এগারোতে রয়
বিপন্ন তাই দেশটা।।
১৪.৩.২০২১