করোনার ভয়ে সামাজিক দূরত্ব ....
শুধু দেহে নয় মনেও ....
তাই তো.....উদ্ভুত অন্ধকারঘন
পরিস্থিতি হতে সুযোগ নিতে,
শ্রমিক -কৃষকের অধিকারে মারি টান...
শোষণের আঁচ বাড়ে গনগন...!
জীবনের ভয়ে জীবিকার নাশ
জিডিপি হ্রাসে অর্থনীতির বাঁশ।
ক্ষমতার গ্ৰাসে জনকল্যাণ ফাঁসে
আতঙ্কে ভরে চিত্ত।
প্রতিবাদ ছাড়া কোন পথ নাই...
অভিনয় দেখলে জ্বলে পিত্ত।