প্রতিটি মানবিক স্পন্দনে আজ এক অনিশ্চয়তার
অনুরণন
এই অনিশ্চয়তা অস্তিত্বকে ঘিরে ,যতই দাবি করি, মোরা বুদ্ধিমান।
বস্তু-পৃথিবীর অস্তিত্ব বর্তমান কিন্তু প্রকৃতপক্ষে তা ভাবেরই অক্ষম অনুকরণ।
ভাববাদী এই দর্শনের বিকল্প হিসেবে অবশেষে এল নতুন তত্ত্ব-- প্রাকৃতিক নির্বাচন।
সৃষ্টির অনুসন্ধানে প্রকৃতিবাদ থেকে ঈশ্বরতত্ত্ব দর্শনের ক্রমবিবর্তন ---
বিপরীতের মিলন তত্ত্ব না গতি পরিবর্তনের তত্ত্ব...কে শ্রেষ্ঠ? দ্বন্দ্ব যে অন্তহীন ।
কিন্তু, আশৈশব ধর্মপ্রাণা অথবা যুক্তিবাদী যতই করুক বিশ্লেষণ
অস্তিত্বের প্রশ্নে আজও তারা প্রকৃতির কাছেই করে আত্মসমর্পণ।।