বিশ্ব নারী দিবসে শ্রদ্ধা্র্ঘ‍্য----
    
যোগ্যতা ,ক্ষমতা ,কর্ম-উৎকর্ষতা.,
আত্মনির্ভরতার চেতনা..
সে তো তোমার আগে থেকেই ছিল....।
প্রতিবাদীও ছিলে ,
তবে  প্রকাশের ভাষার খোঁজ, বহু দিন পাওনি।
মেনে নিতে ...সবকিছুই মেনে নিতে...
অভিমান কে শব্দহীন কান্নায় ধুয়ে
দিতে দিতে সবকিছু মেনে নিতে...;
সৃষ্টির প্রতি দায় ,
ভালোবাসা র অঙ্গীকার পালনের দায়,
সব দায় যে তোমার একার....
অথচ,তোমার সত্তাকে ই  ওরা লুকিয়ে রেখেছিল ।

কিন্তু,
কতকাল আর লুকিয়ে রাখা যায়...
কতকাল আর  লুকিয়ে থাকা যায়...
প্রতিবাদের  ভ্রূণ  একদিন বড় হবেই...
এ প্রতিবাদ নয় শুধু শোষণের...
এ প্রতিবাদ .বৈষম্যের.,বিরুদ্ধে।

ধোঁয়াকে কি আর  লুকিয়ে রাখা যায়?
ঐ দেখ,ধোঁয়া আজ প্রকাশিত...
এ ধোঁয়া আত্মনির্ভরতার শপথের...
আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার আর্তির...
এ ধোঁয়া  সমানাধিকারের লড়াইয়ের.  ...
নারী মুক্তির স্বপ্নর  বাস্তবায়নের।।

8.3.2021