তরু থেকে উৎপাটিত নিহত পুষ্পে
আর প্রাণ ফেরানো সম্ভব নয় জেনেই...
তরু আবার প্রস্তুত হয় . নব পুষ্প রচনায়...
দৃঢ়-চিত্তে ব্রত হয় সৃষ্টির মহা যজ্ঞে...
অভিমানে বিদ্ধ হয়েও গুছিয়ে নেয় নিজেকে..
শোক ভুলে মেতে ওঠে প্রাণের আনন্দে...।
হিংসার আগুনে দগ্ধ পৃথিবী ... বিবেক দহনও মূর্ত..
নিরাশাবাদীরাই চালক যেখানে ,মানবতার জাগরণ স্তব্ধ।
কিন্তু, আগুনে পুড়ে সোনাও যে হয় খাঁটি....হয় কাঙ্খিত আভরণ।
এবার তবে ছাড়ো আক্ষেপ...ছাড়ো অতীত রোমন্থন...
সমুখ পানে এগিয়ে চল... শুদ্ধতা হোক অবলম্বন ....
সম্প্রীতি হোক শান্তি বার্তা, বিভেদ হবেই চির বিলীন