বিশ্বের ত্রাস,শ্বাসের বাঁশ
মারণ ভাইরাস তুমি করোনা।
হার তোমায় মানতেই হবে ,
যুক্তি যে  মোদের অনুপ্রেরণা।

শ্রেণি বিভাজন রন্ধ্রে রন্ধ্রে,
ধর্ম-বিশ্বাসেও অমিল;
সুরক্ষার প্রশ্নে ভেদাভেদ ভুলি
বিজ্ঞানের  প্রতি মোরা শ্রদ্ধাশীল।

সভ্যতার লড়াইয়ে জিতব মোরা
সকলেই  আজ প্রতিজ্ঞাবদ্ধ ;
চেতনার সামাজিকীকরণে সবাই সামিল ,
অস্তিত্ব রক্ষার  চুক্তিতে যে আবদ্ধ ।।
19.3.2020