বিশ্বাস ভঙ্গের পরে   যৌন একাগ্ৰতা
ছাড়া আর কিছু থাকে না......
ভালোবাসা তখন খুব কাটাকাটি করা
একটা কবিতার পান্ডুলিপির পাতা...
দুষ্পাঠ্য প্রায়.... ।
তারপর ?  সংশোধন ....সংশোধনের চেষ্টা....
হ্যা, অপরাধ চেতনাই পুনর্জন্ম দেয়
ভালোবাসার অস্তিত্বের.....।

জান নিশ্চয়ই ,প্রতিটি বস্তুরই
রূপ ও  মাত্রা বদলে যায় , বারবার....
মোহের  রূপ বদলে গিয়ে চেতনাকে জাগ্ৰত করে...
চেতনার এই জাগরণই  জীবনকে আলোকিত করে....
আবারও নিয়ে  যায়....
শাশ্বত রাত্রি থেকে অনন্ত রৌদ্রের দিকে.... ।।

6.6.2020@prabirde66,Birati