বৃষ্টি ভেজাবে মন
১
মেঘলা দিনে
মন লাগে না কাজে...
অতীত খুঁজি।
২
মাতাল বাতাস
উড়িয়ে দিতে চায়..
বিষাদ যত।
৩
ঐ দেখ চেয়ে
বৃষ্টি আসছে ! বৃষ্টি!
ভেজাবে মন।
৪
আয় না তুই..
বৃষ্টি তে ভিজি মোরা..
প্রেমের ডাকে।
৫
ধুয়েই যাক
কালিমা ছিল যত..
বৃষ্টি র জলে।
৬
বৃষ্টি শেষেই
ওঠে সোনা রোদ্দুর..
সৃষ্টির সুখে।