এত রক্ত এত সন্ত্রাস
এত খুন এত হাহাকার।
অস্থিমজ্জা অসহিষ্ণুতায় ভরা
অস্তিত্ব সংকট আজ সভ্যতার।
বিদ্বেষের আগুনে সম্পর্ক পোড়ে
চেনামুখগুলি ঝাপসা ।
ঘৃণার গরলে চেতনা হারায়
স্নায়ুতে ক্ষমতার পিপাসা ।
জলে ভেসে আসে মানুষের লাশ,
কে মোড়াবে পতাকা,যুযুধান সব দল।
আর কতকাল তুমি রবে আপন খেয়ালে!
বৈঠা ধর এবার,আর কত মাপবে জল?