১
মন গহীনে
কালবৈশাখী মেঘ,
ভালোবাসো তো?
২
সন্দিগ্ধ চিত্তে
পরশ নিতে যাই,
অচেনা লাগে।
৩
সেই তুমি কি
হারিয়ে গেছ আজ ?
আশঙ্কা জাগে।
৪
ডুকরে কাঁদো...
অমূলক সন্দেহ
কেন যে করি!
৫
হৃদয়ে শুধু
ভালোবাসাকে ঠাঁই,
শান্তির খোঁজে।
৬
বিশ্বাস রাখি
ভালোবাসার প্রতি,
চিন্তা গায়েব।