১
বলছো বটে, "বিশ্বাসে রেখো আস্থা."..
"বিশ্বাসে থেকো স্থির"...
যুক্তির ভারে বিশ্বাস নড়ে...
মন অস্থির।
২
"বিধর্মে আঘাত চাই"....
"বিধর্মীর প্রতি নৃশংস,"
এ বিশ্বাসে যদি হও ব্রতচারী
গোটা বিশ্বসংসার হবে ধ্বংস।
৩
গ্যালিলিওকে পাথর ছুঁড়েছিল
অর্বাচীনের বিশ্বাস...
সে বিশ্বাসে যদি স্থির থাকা হতো...
জানতাম কি করে, জ্যোতির্বিজ্ঞানের নির্যাস।
৪
যে বিশ্বাসে অস্পৃশ্যতা বাড়ে...
মানবতাবাদ সংজ্ঞা হীন...
সে বিশ্বাসে রবো না স্থির..
যতই অনুশাসন হোক বজ্রকঠিন।
৫
বিশ্বাস হোক অনুপ্রেরণা,
বিশ্বাস হোক শক্তি....
জীবে প্রেম বহাল থাক্,
যুক্তিও..তবেই পাবে মুক্তি।