বিশ্বাস ই বলে আমায়...তুমি হলে নিরপেক্ষ নিয়ন্ত্রক ...
তুমিই সৃষ্টি, তুমি অনন্ত ,তুমি ধর্মের সংস্থাপক... কিন্তু....
কেবলই মনে হয়...রাইয়ের প্রতি কি অবিচার হয়েছিল?
শুদ্ধ ভালোবাসার অঞ্জলি যখন গ্ৰহন করেছিলেই তুমি...
তাকে যত্ন করে রাখলে না কেন.... ?
কেন বিস্মৃত ছিলে...? ভালোবাসার দায়বদ্ধতাকে
কেন ফেলে দিয়ে চলে গেলে চায়ের ভাড় মনে করে....?
শুদ্ধ প্রেম নিবেদনে কোন চাওয়া পাওয়া হয় না ,জানি ...
কিন্তু ভালোবাসা কি একটা নব্বই মিনিটের খেলা?
যার সাথে খেলছি তাকে একসময় বলে দিলেই হয়ে গেলো---
"এই তোমার সাথে খেলা শেষ,এখন আমি যাই তবে মথুরায়...".।
আর দায়বদ্ধতার প্রশ্নের উত্তর! সেটা না হয় ছেড়েই দিলাম ... ।
এর উত্তরে তুমি কি বলবে তাও আমি জানি ..বলবে--
"দায়বদ্ধতার কথা ছাড়. প্রতিদান তো দিয়েছিই ....
যুগ যুগে ভক্তগণের ঈশ্বর বন্দনাকালে-
আমার আগে যে রাইয়ের নামই ধ্বনিত হবে....."।