নারী তব ভিন্ন রূপ জানি
শ্রদ্ধা ভরে মানি।
ভিন্ন রূপে ভিন্ন ভাষা
ভিন্ন ধারায় ভালোবাসা।
ভালোবাসাই পরম পাওয়া
যে সুরেই হোক না গাওয়া।