তোমার ভালোবাসার  জ্যোৎস্নায় স্নাত হয়েছিলাম
সেই কত  দিন আগে...।
হ্যাঁ,সে তো  সেই কত দিন আগেকার কথা ...
কিন্তু .মনে পড়ে  যায়   কেন যে বারবার...।
সে ভালোবাসার উষ্ণীষ আজও  সারা গায়ে,মনের গহীনে ..
আসলে নদী মরে গেলেও ...রেখা থেকেই যায় ...।
মনে আছে,স্বপ্নের  মধুচন্দ্রিমায় কতবার  যে স্পর্শ করেছি
তোমার চিবুক...তোমার ঠোঁট ...
তোমার মন কেই  ছোঁয়ার চেষ্টা করেছি বারবার...
তপ্ত দুধের ফেনায়িত কণার মতো তখন সে কি উচ্ছ্বাস .আমার...
তাপ দগ্ধ ফুটিফাটা মাটির  বৃষ্টি-প্রত্যাশার তৃষ্ণার্ত  অনুভূতি যেন ..
মেঘের পালকিতে চড়ে  বৃষ্টি হয়ে তুমি তো আসবেই .....।
তুমি তো বৃষ্টি হতেই চেয়েছিলে ..তাই না?
কি জানি, হয়ত  তুমি কিছুই চাও নি.....।
কিন্তু,নিয়ন্ত্রনহীন আনন্দের আতিশয্যে  কিনা তা জানিনা
মনের আগুনের তীব্র লেলিহান শিখা পুড়িয়ে  দিল সব কিছু ....।
বিশ্বাস কর,ভালোবাসার উষ্ণীষের এত তীব্রতা আমি চাই নি..
আবার উষ্ণীষ হীন ভালোবাসা-  সেও কি সম্ভব না কাম্য...!
তার চেয়ে যদি তোমায় শীততাপনিয়ন্ত্রিত ভালোবাসা দিতাম..।
জানি না আরও কতকাল ভালোবাসার এই ছায়া-ভার বইতে হবে ....।