১
আসুক বাঁধা
ছাড়ি না তবু হাত,
আঁকড়ে ধরি ।
২
জড়িয়ে রাখি
বুকের উষ্ণ ওমে
প্রেমের টানে।
.৩
শ্রাবণ নামে...
ধুলো রা সব মেশে
নদীর বুকে।
৪
আঁধার আসে...
জোনাকি তবু থাকে
ভাবনা কিসে?
৫
শপথ করি-
ভালোবাসায় বাঁচি,
সুখের তরে ।
৬
জানালা দিয়ে
দেখি আকাশ নীল...
হতাশা কাটে।