বাবা ,তুমি যেখানেই থাকো,ভালো আছো তো?আনন্দে আছ তো?
ওখানেও নিশ্চয়ই সবাই তোমায় খুব ভালোবাসে,তাই না?
বাবা জান তো,তোমার কথা শুধু যে এই দিনে ই মনে পড়ে,তা নয়।
প্রতি রাতে যখন শুতে যাই....মনে পড়ে যায় কত পুরোনো দিনের কথা...।
মনে পড়ে যায়...জীবন সংগ্ৰামে কত বৈষয়িক অতৃপ্তির মধ্যেও তোমার
শুধু ভালোবাসা আর নির্ভেজাল সম্পর্ক রক্ষার আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা ।
আমি জানি, স্বপ্নে ভরা তোমার  হাসি মাখানো দুটি চোখের নিচে লুকোনো
থাকত অপ্রকাশিত অশ্রুজল...সে অশ্রু  ন্যুনতম সাংসারিক প্রয়োজন অপূরণের
বেদনার অশ্রু...দৃঢ় চিত্তে হতাশাকে জয় করে স্বপ্ন কে বাঁচিয়ে রাখার আনন্দের অশ্রু।


জান তো ,এখন আর আমাদের একটা ডিম কে সুতো দিয়ে কেটে ভাগ করে
খেতে হয় না ...এখন বাকি না চাইলেও দোকানীরা বলে,“ঠিক আছে নিন না,
পরে টাকা  দিলেও হবে “...কিন্তু এখন যে আর দরকার হয় না...।
এক এক করে তোমার শখগুলো,স্বপ্নগুলো যখন নিজের জীবনে মেটাই ..তখন
নিজেকে তুমি মনে করি ...দূর থেকে তুমি সব দেখতে পাও কিনা কী জানি...।
পাথর বিছানো পথে হাঁটতে হাঁটতে  ক্ষত –বিক্ষত হয়ে কতবার ভেবেছি  বিশ্বাসকে
এবার তালাক  দিই... ঠিক তখনই তোমার মুখ টা মনে পড়ে যায় ...মনে পড়ে
যায় সেই কথাগুলো ,” বিশ্বাসকে যদি হারিয়ে ফেলিস আশ্বাস পাবি কোথায়?”আর সেই
বিশ্বাসের হাত ধরেই প্রতিদিন চেষ্টা করছি- বড় মানুষ না হতে পারি,ভাল মানুষ হবার।