মনে হয় ...কেবলই মনে হয় ....
সবাই বুঝি আমার চেয়ে সুখী....।
বোধহয় পিছিয়ে আছি সবার চেয়ে...
ওরা সবাই বুঝি আমার চেয়ে এগিয়ে .....।
কি পাইনি জীবনে তার হিসাব মেলাই শুধু ...
দুঃখকে ডেকে আনি সুখের সংজ্ঞা না বুঝেই
আদতে কি যে চাই নিজেই জানি না অত শত ,
শরীর-মনে এ অধীর ধারা চলছে অবিরত...।
কিন্তু,জোনাকী তো কখনও এভাবে ভাবে নি...
রবি বা শশী না হয়েও, আঁধার সাঁজে , ক্ষুদ্র হলেও
তার সবটুকু আলো দিতে পেরে ,সে কি উল্লাস..
ছোট হয়েও নয় সে ছোট...সুখী হওয়াই যে তার অভিলাষ।
ভাবছি ....কোনদিন হয়ত ভাবতে শিখবো. --
.সবাই যেন থাকে সুখে ... আমিও আছি সুখে.।
সহজ কঠিন দ্বন্দ্বে ভরা জীবন চলুক ছন্দে
দুঃখ যত দহিত হোক সুখ-স্বপ্নের আনন্দে ।