পূবের জানালা দিয়ে প্রভাতি রোদ্দুর এসে
কখন থেকে যে তোমায় জড়িয়ে ধরে আছে,কে জানে ...
স্নিগ্ধ আলোর চুম্বনে, প্রশান্তির আবেশ তোমার সারা দেহে ...
আমার হৃদয়- আঁখির কল্পনার প্রতিবিম্বে, প্রতিদিন
‘যে মোহময়ী মানবী মূর্তি’ দেয় যে ধরা...
তার চেয়েও তুমি যে আজ অপরুপা...তুমি অনন্যা ...।
মেঘ ছিঁড়ে চাঁদ উঠেছে বুঝি আজ , আমার আঁখির নীলাকাশ জুড়ে ।
না, না ,কামনার আগুনে দগ্ধ অবৈধ সঙ্গম –সুখের অভিলাষ নয় ,
ভালবাসার তীব্র আখাঙ্খা জাগ্রত হল বুঝি মনে ...।
রোদ্দুরের উষ্ণতার পাশাপাশি আমার দৃষ্টির উষ্ণতাও তোমায় উত্তপ্ত করল কিনা কে জানে ...।
ভাবলাম ,নিশীথের বাতাসকেও ডেকে আনি ...
ও হয়ত পারবে ,তোমার হৃদয় - তটে শিহরণ জাগাতে ...।
তুমি কি চাও না,সে শিহরণ ?তুমি কি চাও সব সত্য মিথ্যে হয়ে যাক .?..।
জানি আমি, নিশ্চয়ই কোন একদিন তুমি আমার প্রতি বাড়িয়ে দেবে হাত ...
আমি যে আত্মবিশ্বাসী, আমি যে আস্থা রাখি আমার প্রেমের প্রতি ।।