ছোট্ট দুটি হাত দিয়ে প্রথম যেদিন
আঁকড়ে ধরেছিলাম তোমায় ,’ সহজপাঠে’ ...
দু –হাত আলোয় ভরে গিয়েছিল ,অনুভবে...।
স্কুলের প্রথম দিনের প্রার্থনা -র গানে...
চারিদিক যখন জন-গন –তানে মুখরিত ...
ধমনীর প্রতিটি অনু- তে সে এক অনন্য শিহরণ ...;
পরে বুঝেছি, সে শিহরণ মুলত সুরের মৌতাত ...
সে সুর, ঘোর তিমিরঘন নিশীথ পেরিয়ে অরুণোদয়ের শঙ্খ-ধ্বনি ...
সীমার গণ্ডি পেরিয়ে অসীমের পথে আহ্বান ...।
কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার বিবর্তনে
তোমাকে উপেক্ষা করার চেষ্টা করেছি ... পারি নি ,
বেঁধে রেখেছ তুমি বাহুডোরে ...তোমার কবিতায় , গানে...।
কবিতার চিত্রপটে ,তোমার আঁকা প্রকৃতির অপরূপ শোভার স্বাদ
গ্রহন করতে করতে ,কখন যে প্রকৃতি – প্রেমী হয়ে উঠলাম ...জানা নেই ।
ঋতু –বৈচিত্র্য’র পাঠ –ও আমার তোমার থেকে –ই নেওয়া ।
‘নীল নবঘনে আষাঢ় গগনে ...তোরা যাস নে ঘরের বাহিরে’ র
সাথে যেদিন পরিচয় হল ...... বুঝলাম ...
তুমি তো শুধু কবি –ই নও ...আমার শিক্ষক ...আমার একান্ত আপন কেহ ।
‘যে ছায়ারে ধরব বলে করেছিলাম পণ ...
আজ সে মেনে নিল আমার গানের – ই বন্ধন ‘... ,
একরাশ ভালোবাসার প্রত্যাশা নিয়ে যেদিন প্রেয়সীর
মনের দুয়ারে প্রবেশ করলাম ...বুঝলাম,প্রেরনা তুমি – ই ...।
প্রেমের ভেলায় প্রানের আশা ছড়িয়েছ যে ...সে তো তুমি –ই ...,
বিরহবেলায় ভাষাহারা বিজন রোদনে অশ্রু মুছিয়েছ ...সে –ও তুমি –ই ।
'ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন যত' ......
দু –হাত ভরে , প্রেরণা তত নিয়ে এসেছ জীবনে , ,বারবার...
তুমি শুধু বিশ্ব কবি –ই নও , জীবনের নতুন আলোর দিশারী ...।।