'
ভাষাহীন নির্বাক হয়ে এতকাল ধরে
তো শুধু নীলিমারই প্রত্যাশী ছিলাম,
আকাশকে তো পেতে চাই নি কখনও।
তোমরা গোটা আকাশটাতে দাপিয়ে বেড়িয়েছো
কেউ তো তোমাদের বাধা দিতে যাই নি....
কালো চাদর দিয়ে আকাশটাকে আড়াল করে
অজস্র তাঁরাদের জ্যোতি লোপাট করতে গিয়েছিলে বুঝি?
অন্য সকল তাঁরাদের ছুঁয়েছিলে,তাও কিছু এসে যায় নি।
কিন্ত, অধিকারের সীমা ছাড়িয়ে সূর্য কে ছুঁতে গেলে কেন?
আরও আলো চাই সে নয় বুঝলাম...তাপ দগ্ধ হয়ে গেলে যে....।
যাক ভয় পেও না, আগুনে পুড়ে সোনা যে হয় খাঁটি .....।
সংশোধিত হও ... ,ধৈর্য ধর..প্রতীক্ষা করো শান্তির বৃষ্টির ।