হৃদয়ানুভবের আত্মমগ্নতায় ডুবে থাকি  আজও ,বহুক্ষণ...
সে অনুভবের সিলেবাস  বহু  চাপটারে ঠাসা  গো .....
কি নেই তাতে..   ভালোবাসার অনুভূতি, সুদূর অভিসার,
প্রবল আকাঙ্খা , আবার কখনও  কখনও অনন্তের বোধ...  
সবচেয়ে মজার কথা এত  বৈপরীত্যের মাঝে কিন্তু রয়েই  যায়
আত্মপ্রকাশের  ব্যাকুলতা ..  তারপর অপ্রাপ্তির আশঙ্কায় তীব্র বিষাদবোধ...
ঠিক তখনই ফিরে পাই  অতীন্দ্রিয় অনুভবের নিবিড় স্পর্শ...আবার.. .
কে বলে আমি নাকি আর রোমান্টিক নই.. .. আজও  রোমান্টিক...!
@সংরক্ষিত
৩.৪.২০২০