কোন্ পাষাণী দুঃখ দিলি আজি ‘ সাগরে’র বুকে ,
উথালি –পাথালি ঢেউরাশিমালা বুঝি কাঁদে,তার-ই শোকে।
উৎকণ্ঠায় করে দাপাদাপি আবেগমথিত ‘ঝড়’,
উদয় হতেই অস্তাচলে যেন রবি, আকাশের-ও মুখ ভার।
অধীর ধীবর ফেরায় তরী ,গন্তব্য ...হারবার,
জীবিকার তরে ঝুঁকি নিয়ে বাঁচে ,খোঁজ রাখে কে কার?
বৃষ্টিধারা –র আগমনে , এ প্রলয় হবে শান্ত ,
দুঃখ – সুখের চক্রাবর্ত চলবে... অনন্ত ।।