অসীম আতঙ্ক  আজ সমাজের ককপিটে...
প্রতিদিনের  বেঁচে থাকা  এখন  মৃত্যুর মতো...
জীবন না জীবিকা, কে আগে  …
শ্যাম রাখি না কুল রাখি ….
কিন্তু,তোমাকেই  তো  সিদ্ধান্ত নিতে  হবে, পাইলট ।
যুক্তির উল্টো  পথেও  হাঁটতে পারো তুমি… আর তাতে
আস্ত একটা সভ্যতা গলে যেতে পারে  মোমবাতির মতো...
কিম্বা  এমনও হতে পারে …  
দেখব…  ওষ্ঠ  নেই  , শুধু দাঁত পড়ে  আছে …
হৃৎপিণ্ড   নেই , শুধু লিঙ্গ পড়ে  আছে ;
তথাপি,,তোমাকেই দিয়েছি  আমরা সিদ্ধান্ত নেওয়ার ভার ...
গণতান্ত্রিক পথে স্বৈরাচারী শাসনের  প্রতি অনুরাগ যে  মজ্জায় !


একটা জাতির অস্তিত্বের  অধিকার আজ তোমার হাতে …
মানুষের কষ্টার্জিত সভ্যতা্র ভবিষ্যৎ নিয়ন্ত্রক আজ তুমি ...
জেগে ওঠো  পাইলট,  নিজের ভেতর থেকে নিজে  জেগে ওঠো ...
জেগে ওঠো যুক্তির নিনাদে...বিবেকের আহ্বানে ...আর
স্বপ্ন দেখ ...  সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে প্রশান্তিতে ...
তোমাকে অভ্যুদ্যয়ের মুকুট পরাবে বলে ...।।
২৯.০৫.২০২০ @ সংরক্ষিত