নিদারুণ দুঃসময় আজ.....
নির্দয় প্রকৃতির কোপে ভেঙে গেছে মন...
.বেঁচে আছি., মনের শিরায় স্পন্দন যতক্ষণ...
তবে সহজেই খুলতে দেব না, মরণের আবরণ ।
চারিদিকে যেন শেষ হীন অদ্ভুত আঁধার...
আশ্রয়হীন মানুষ হারায় নি আজও আশা...
সীমাবদ্ধ জীবন-যাপন যা ছিল ভেসে গেছে আগেই,
তবুও.."আমার পাশে আছে মানুষ"--এ বিশ্বাসই ভাষা।
আবার আসবে সময়ের বাঁক....
পুনর্ণির্মান হবেই, হয়ো না আস্থাহীন
গর্জে উঠবেই দিকে দিকে মানবিক কন্ঠ...
আসবে আবার সূর্যিত আলোর দিন।